সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জেলা-উপজেলার কর্মকর্তারা ভোটকেন্দ্র স্থাপন করবেন : নির্বাচন কমিশন

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। ডিসি, এসপি, ইউএনও, ওসিদের সম্পৃক্ততা থাকবে না। এছাড়াও ভোটকেন্দ্র স্থাপনে নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানা গেছে।

বুধবার নাম না প্রকাশ করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এসব তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিলেন ডিসি-এসপি, ইউএনও-ওসিদের।  এজন্য নীতিমালা সংশোধন করে দুটি কমিটি করেছিল নির্বাচন কমিশন। জেলাপর্যায়ে ডিসির নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়।

এর আগে ভোট কেন্দ্র স্থাপনের কাজটি করতেন নির্বাচন কমিশনের জেলা-উপজেলার কর্মকর্তারা।

বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি এবং ইউএনও এবং ওসিদের সম্পৃক্ততা না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পূর্বের মতোই নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা কর্মকর্তারা এ কাজ করবেন।


এই বিভাগের আরো খবর