সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মায়ামির সামনে দাঁড়াতে পারলোনা হিউস্টন ডায়নামো

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ওয়ার্কলোডের কারণে লিওনেল মেসিকে খেলাননি কোচ হাভিয়ের ম্যাসচেরানো। তাই ইন্টার মায়ামির দায়িত্ব চেপেছিল দলের অন্যতম প্রধান তারকা লুইস সুয়ারেজের ঘাড়ের ওপর। তবে চাপমুক্ত থেকেই মাঠে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উরুগুয়ে তারকা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুয়ারেজ। ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেছেন তিনি। এমএলএসের চলতি মৌসুমে এটি মায়ামির প্রথম জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় ডায়নামোর ঘরের মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে মায়ামির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তেলাস্কা সেগোভিয়া। সুয়ারেজ ছাড়া গোল করেন তাদিও অ্যালেন্ডা। যা এমএলএসে তার ক্যারিয়ারের প্রথম গোল। ৬ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে মায়ামির স্কোরলাইন চালু করেন সেগোভিয়া। ৩৭ মিনিটে অ্যালেন্ডাকে দিয়ে দ্বিতীয় গোল করান সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আবার সেগোভিয়াকে দিয়ে গোল করান উরুগুয়ে তারকা। এতে ৩-০ তে এগিয়ে যায় মায়ামি। ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫ মিনিটে হিউস্টনের হয়ে সান্ত্বনার এক গোল করেন নিকোলাস লোদেইরো। ম্যাচের পর হিউস্টনের কয়েকজন ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে।


এই বিভাগের আরো খবর