• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২১

দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা দিলো

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ছয় নতুন মুখ নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চলমান ঘরোয়া এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্রামে থাকায় ক্রিদেশীয় সিরিজে দলের প্রধান সারির বেশিরভাগ খেলোয়াড়কে পাবে না দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কো ইয়ানসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন ত্রিদেশীয় সিরিজে কোন ম্যাচই খেলবেন না। ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন কেশব মহারাজ ও হেনরিচ ক্লাসেন। এছাড়া দল ফাইনালে উঠলে খেলবেন তারা। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার মিকা-ইল প্রিন্স, দুই পেসার গিডোন পিটার্স ও ইশান বশ, পেস বোলিং অলরাউন্ডার মিহলালি এমপোংওয়ানা, উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ব্রিটস্কি এবং বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামি। এদের মধ্যে ব্রিটস্কি টেস্ট ও টি-টোয়েন্টি এবং মুথুসামি শুদুমাত্র টেস্ট খেলেছেন। বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। গেল বছরের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। দেশের হয়ে ১৪ ওয়ানডেতে ৩১ উইকেট শিকার করেছেন কোয়েৎজি। আগামীকাল শনিবার থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে প্রোটিয়ারা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, জুনিয়র ডালা, ভিয়ান মুল্ডার, মিহলালি এমপোংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডোন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ, কাইল ভেরেনি।


এই বিভাগের আরো খবর
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.
https://www.kaabait.com
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.