বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগাম ডলার বেচাকেনার ক্ষেত্রে একক পদ্ধতি প্রণয়ন

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ডলার বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আগাম ডলার বেচাকেনার ক্ষেত্রে দর নির্ধারনের একক পদ্ধতি প্রণয়ন করেছে। এখন থেকে ব্যাংকগুলোতে আগাম ডলার বেচাকেনার ক্ষেত্রে এই পদ্ধতিতে দাম নির্ধারন করতে হবে। আগের মতো ইচ্ছেমত দাম নির্ধারন করা যাবে। দাম নির্ধারনে ডলারের তাৎক্ষনিক বাজার দর, বিক্রির মেয়াদ, ট্রেজারি বিলের সুদের হার, ভিত্তি দর বিবেচনায় নিতে হবে। এসব দামের ভিত্তিতে আগাম ডলার বিক্রির ক্ষেত্রে প্রিমিয়াম নির্ধারন করতে হবে। কোনো ক্রমেই ডলারের দামে বড় ধরনের হেরফের করা যাবে না। এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংকগুলো বর্তমানে আগাম ডলার বেচাকেনা দর নির্ধারন করে একক পদ্ধতিতে। এতে ডলারের দামে একক দর কার্যকর হচ্ছে না। ফলে দরের ব্যবধান হচ্ছে। একইসঙ্গে ডলারের দরের ব্যবধান বেড়ে যাচ্ছে। এই প্রবনতা রোধ করার জন্য ব্যাংকগুলোকে একটি পদ্ধতিতে আগাম ডলার বেচাকেনার নির্ধারন করতে হবে। এতে ডলারের দামে অভিন্ন রোধ হবে। ব্যাংকগুলো আমদানির এলসি খোলা, আমদানির দায় মেটানো ও বৈদেশিক ঋণ পরিশোধের জন্য আগাম ডলার বেচাকেনা করে।


এই বিভাগের আরো খবর