বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী ডাল ভাতের মাহফিল কাল

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ :মির্জাগঞ্জ উপজেলাধীন কাকড়া বুনিয়া জমিয়াতে হিজবুল্লা এবং যুবকদের উদ্যোগে ভয়াং এর মরহুম আলহাজ্ব হযরত মাওলানা শরাফত আলী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঈসালে সওয়াব ও ডাল ভাতের মাহফিলের আয়োজন করা হয়েছে। কাল  ৩ ফেব্রুয়ারী(সোমবার)  বিকেলে শুরু হয়ে রাতে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মো: এ কে এম মোতাহার হোসেন সুফি সাহেব হুজুর সম্মানিত তত্তাবধায়ক,চত্রা ওলামা মঞ্জিল, সালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন,হযরত মাওলানা মো: আব্দুল আজিজ সভাপতি, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ,৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়ন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাও: মুফতি শামছুল আলম মোহেব্বী খতিব,জনকল্যাণ জামে মসজিদ মিরপুর ঢাকা। সভাপতিত্ব তো করবেন, আলহাজ্ব ক্বারী মো: ইসমাইল সাহেব,,বড় সাহেবজাদা ভয়াং  দরবার শরীফ।
এলাকাবাসী বলেন,ভয়াং এর হুজুরে এই মাহফিলের ব্যবস্থা করে গেছে, মাহফিলে আগত মুসুল্লিদের জন্য বাসা থেকে এলাকার মহিলারা ভাত আর ডাল রান্না করে পাঠিয়ে দেয়।অনেক বছর ধরে এই ভাবে চলে আসছে।


এই বিভাগের আরো খবর