সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা দিলো পাকিস্তান

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের শক্তিশালী দল ঘোষণা করল। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ঘরের মাঠের টুর্নামেন্ট খেলবে পাকিস্তান। চলমান বিপিএলে পারফর্ম করে মেগা ইভেন্টের জন্য জাতীয় দলে ডাক পেলেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ। বড় আকারের কোনো চমক নেই। অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে রিজওয়ান-বাবররা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢ়ুকলেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ। রংপুর রাইডার্সের হয়ে খেলা খুশদিল, চিটাগং কিংসের উসমান খান দেশে ফিরে গেলেও ফরচুন বরিশালকে টেবিল টপার করার অন্যতম নায়ক ফাহিম আশরাফ এখনও বাংলাদেশে। ১১ ম্যাচে ২০ উইকেট পাওয়া ফাহিম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। উসমান খানের ব্যাট থেকে আসে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। আর খুশদিল শাহ ২০২৫ বিপিএলে দাপুটে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ১০ ম্যাচ খেলা খুশদিল ব্যাটিংয়ে ১৭৫.২৯ স্ট্রাইকরেটে ২৯৮ রান করেছেন। দুই বার পেয়েছেন ফিফটির দেখা। পাশাপাশি বল হাতে শিকার করেন ১৭ উইকেট, ইকনোমিও চোখে পড়ার মতো ৬.০৩। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনকে সাজানো হয়েছে পাকিস্তানের পেস অ্যাটাক। ৩ অলরাউন্ডারের সাথে স্পিনার কেবল আবরার আহমেদ। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সাথে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে স্কোয়াডে উসমান খান। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ দিয়েই স্বাগতিক পাকিস্তান তাদের অভিযান শুরু করবে। করাচিতে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে দুবাই, ২৩ ফেব্রুয়ারি। এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, সালমান আগা, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।


এই বিভাগের আরো খবর