সর্বশেষ :
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার  ইন্তেকাল, জেলা বিএনপির শোক কাউখালী উত্তর নিলতী সমতট বিদ্যালয়ে শিক্ষক জাহানারা আক্তার ও কমিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে  বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিরাজ ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিপিএলের এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটারদের পেমেন্ট। ক্রিকেটারদের পেমেন্ট দেওয়া না দেওয়া, চেক বাউন্সসহ নানা কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে দুর্বার রাজশাহী। সর্বশেষ লিগ পর্বের সব ম্যাচ শেষ হওয়ায় ঢাকায় বাসা থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়ার কথা বলেছে রাজশাহী। এত এত বিতর্কের মাঝে বিপিএল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এমন কাঠামো স্বাভাবিকভাবেই বাইরের ক্রিকেটারদের কাছে বিপিএলকে নেতিবাচকভাবে তুলে ধরছে। ভবিষ্যতে ভালো মানের বিদেশি তারকা বিপিএল খেলতে আসবেন কিনা তাও শঙ্কা রয়েছে। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুেত খারাপ লাগছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘অবশ্যই এটা (ক্রিকেটারদের পেমেন্ট না পাওয়া) খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ। সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এটার ব্যাপারে কথা বলবে। তারা আমাদের প্রত্যেকটা মানুষের সাথে দায়িত্ব নিয়ে কথা বলবে সবার সঙ্গে যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আছে। সেক্ষেত্রে যদি সমস্যা হয়, ক্রিকেট বোর্ড একটা ভালো সমাধান দেবে আমার কাছে মনে হয়।’ নিজ দল খুলনা টাইগার্সের পেমেন্ট নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই। মিরাজ জানান, ‘আমাদের টিমে ইতোমধ্যে ৪০% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের কথা হয়েছে। তিননি বলেছেন এই সপ্তাহের ভেতর ৩০-৩৫% পেমেন্ট করে দেবে। অলমোস্ট তো ৭০% এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাবো।’ এছাড়া বিদেশি ক্রিকেটারদের কাছে বিপিএলের ভাবমূর্তির ব্যাপারে মিরাজ জানান, ‘দেখেন, একটা জিনিস দেখেন এ বছর পরিস্থিতি একটু আলাদাভাবে হয়েছে। এর আগে কিন্তু এরকম কখনো হয়নি। আমার কাছে মনে হয় এই প্রথম এরকম পরিস্থিতি ঘটেছে। সবাই একটু (অন্যরকম পরিস্থিতির) ভেতর আছে..সবাই যদি চিন্তা করে যে না এখন আমাদের দেশ সেটেল নেই। এর জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, এখানে যারা দায়িত্বে আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এটা নিয়ে কাজ করবে। আশা করি তারা সুন্দর, ভালো একটা সমাধান দেবে এবং তারা অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে থাকবে সবসময় আমার কাছে মনে হয়।’ দেশের অবস্থা, নতুন বিপিএল প্রসঙ্গে মিরাজ জানান, ‘দেখেন, আমরা তো এরকম পরিস্থিতির ভেতর কখনো পড়িনি। আর এটা প্রতিটা মানুষের জন্যই প্রথমবার। আপনাদের জন্যও কিন্তু প্রথমবার এমন পরিস্থিতি। আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই সমর্থন করা উচিত।’ এছাড়া বিপিএলের ব্যবস্থাপনা, টিকিট বিক্রি প্রসঙ্গে মিরাজের ভাষ্য, ‘আপনি যেটা বললেন গেট ভেঙে টিকিট পাচ্ছে না, খেলা দেখছে। নতুন কোনো কিছু পরিবেশ আসে কঠিন হয়। এবার একটু কঠিন হচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষ পাশে থাকা গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো হচ্ছে, আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে।’ মিরাজ আরও বলেছেন, ‘দিনশেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। আমরা যদি এ জিনিসগুলো ঠিকঠাক মতো মেইনটেইন না করি, ঠিকঠাক ইউটিলাইজ না করতে পারি; তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে। আমাদের সবার বদনাম হবে। আমাদের প্রত্যেকরেই দায়িত্ব এটা যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের কোনোরকম বদনাম না হয়। আমরা খুব সুন্দরভাবে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, বিশ্বে আমরা ভালো করলে বাহবা দেয়; সে জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখা।’ ১০ ম্যাচের মধ্যে ৪ জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ৫ম স্থানে আছে খুলনা টাইগার্স।


এই বিভাগের আরো খবর