সর্বশেষ :
পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক নির্বাচনি টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, কড়া বার্তা ইসির নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব মোরেলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি স্থগিত হওয়ার পর আজ বুধবার সকাল ৮টা থেকে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন শুরু হয়েছে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকরা জানান, প্রশাসনের আশ্বাসে আজ চতুর্থ দিনে এসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে পুনরায় জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন চালু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বলেন, “দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, তাই আমরা কর্মবিরতি স্থগিত করেছি। তবে, যদি আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়, তাহলে আবারও কর্মসূচি দেওয়া হবে।”

শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন জানান, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এবং সকাল থেকেই তেল লোডিং শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন প্রক্রিয়ায় তারা যথাযথ সহায়তা করবে।

গত রবিবার থেকে টানা তিন দিন কর্মবিরতিতে কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। এর ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়। আজ থেকে শ্রমিকরা কাজে ফেরায় জ্বালানি সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর