রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দুরকানীতে নারীর ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সালমা আকতার (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রুস্তুম হাওলাদারের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানী সূত্রে জানা যায়, সালমা আকতার এক মেয়ে নিয়ে তার বাবা রুস্তুম আলী হাওলাদারের বাড়িতে থাকতেন। তার স্বামী ও এক ছেলে ভারত থাকে। ওই সকালে তার বাড়ীর পাশে পুকুরে লাশটি ভাসতে দেখে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কি ভাবে সে মারা গেছে এ বিষয় কেউ কিছু বলতে পারছে না।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, এক নারীর লাশ পুকুরে ভাসছে এ খবর শুনে সোমবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু নিয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি।


এই বিভাগের আরো খবর