সর্বশেষ :
সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এ আর রহমানের সমালোচনায় সোনু নিগম

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিনোদন: অস্কারজয়ী এ আর রহমানের গান ও ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান প্রসঙ্গে উঠতেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার গান ‘বেকার’ (কোনো কাজের নয়)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জিরো টু ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে অংশ নেন সোনু নিগম। সেখানে আলাপচারিতায় বলিউড মেগাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’ প্রসঙ্গ ওঠে। এ সিনেমার প্রসঙ্গ উঠতেই সোনু জানান, ‘যুবরাজ’-এ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। এ সিনেমার গানে সোনুর সঙ্গে এ আর রহমানও কাজ করেছিলেন। সোনুকে তাই রহমান প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে সোনু বলেন, ‘যুবরাজ’ সিনেমার গানে আমি আর রহমান দুজনেই কাজ করেছি। এ সিনেমার গান সবগুলোই মোটামুটি, ভালো গান বলা যাবে না। সোনু আরও বলেন, এ প্রসঙ্গ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। কারণ আমি মিথ্যা বলতে পারব না। আমি বাজে গানের প্রশংসা করতে পারব না। ব্যক্তি এ আর রহমান প্রসঙ্গে বলতে গিয়ে সোনু বলেন, নিজের কাজকে ইবাদত ভাবেন রহমান। কাউকে কখনোই মনে ব্যথা দিয়ে কথা বলেন না। কিন্তু এটিও সত্যি তিনি কাউকে তার খুব ঘনিষ্ঠ করতে চান না। যে কারণে পরিবারসহ অনেকের সাথেই তার দূরত্ব তৈরি হয়েছে। ক্যারিয়ারে একসঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন এ আর রহমান ও সোনু নিগম। তাদের যৌথভাবে তৈরি জনপ্রিয় গান হলো সাতরঙ্গি রে (দিল সে), আয়ো রে সখি (ওয়াটার)। ‘যুবরাজ’ সিনেমার জন্য রহমান ‘জয়হো’ গানটি তৈরি করেন। কিন্তু সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। যা পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহার করা হয়। এ গানের জন্য অস্কারও জেতেন এ রহমান।


এই বিভাগের আরো খবর