রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইরানের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি এবং ইরানি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত হন। ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে চলমান ছায়াযুদ্ধে জড়িত ইরান এর আগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের বিরুদ্ধে দেশটির অভিযোগ ছিল— তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইরানের ভেতরে তাদের কর্মকাণ্ডে সহায়তা করেছেন। নরওয়ের অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানায়, নিহত ব্যক্তির নাম ছিল আকিল কেশাভারজ। ২৭ বছর বয়সি এই স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সংগঠনটির দাবি, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে এই সাজা দেওয়া হয়েছিল। ইরান ইসরায়েল সংঘাত জুন মাসে সরাসরি যুদ্ধে রূপ নেয়, যখন ইসরায়েল ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব অভিযানে ইরানের গভীরে মোতায়েন করা মোসাদ কমান্ডোদের ব্যবহার করা হয় বলে জানা গেছে। চলতি বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত ইরানি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামপ্রতিক মাসগুলোতে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর