সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রিশাদ পিএসএলে নিজেকে উজাড় করে দিতে চান

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

পিএসএলে নিজেকে উজাড় করে দিতে চান রিশাদ হোসেন। চ্যাম্পিয়ন করতে চান লাহোর কালান্দার্সকে। গতবার শিরোপা জেতা না হলেও লাহোর এর আগে টানা দুবার জিতেছে শিরোপা। দলের শোকেজে শিরোপা ফেরাতে রিশাদ বদ্ধপরিকর। নিংড়ে দিতে চান নিজের শতভাগ। পিএসএলের দশম আসরকে সামনে রেখে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় রিশাদ এসব কথা জানান। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি রিশাদ হোসেন। পিএসএলের দশম আসরে যোগ দিতে পেরে আমি অনেক উচ্ছ¡সিত। এমন একটা চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পারব, আমি গর্বিত। ভক্তদের উদ্দেশে আমি একটা কথাই বলতে চাই- সবাই দোয়া করবেন আমি যেন সেরাটা দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে পারি এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রদর্শন করতে পারি। শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ পিএসএলে।’ ক’দিন আগে রিশাদ দল পান বিগ ব্যাশে। তবে বিপিএলের সাথে সূচি মিলে যাওয়ায় সেখানে খেলতে যেতে পারেননি। হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে জড়াতে না পারার আক্ষেপ যেন রিশাদের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। বিপিএলে দারুণ ফর্মে তো আছেনই, পিএসএলেও দলকে জেতাতে চান শিরোপা। পিএসএলে এবার শিরোপা জেতার মতো দলই গড়েছে লাহোর। দুবারের শিরোপাজয়ী অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তো আছেনই, আরও আছেন ফখর জামান, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, হারিস রউফ, সিকান্দার রাজা, টম কারানের মতো তারকা। রিশাদের দলে আরও আছেন সালমান আলী মির্জা, মোহাম্মদ নাঈম, জামান খান, জাহানদাদ খান, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ আখলাক, ডেভিড ভিসা, আসিফ আলী, আসিফ আফ্রিদি, মোমিন কামার ও মোহাম্মদ আজাব। পিএসএলে এবার ৩ জন বাংলাদেশি দল পেয়েছেন। রিশাদ ছাড়া বাকি দুজন হলেন লিটন দাস ও নাহিদ রানা। এর মধ্যে লিটন করাচি কিংসের হয়ে এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে পিএসএল মাতাবেন।


এই বিভাগের আরো খবর