সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খুলনা সিলেটের সাথে জয় পেলো

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বরিশালের কাছে অল্পের জন্য হারের ঝাল সিলেটের ওপর মেটাল খুলনা টাইগার্স। বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট হারল ব্যাটারদের ব্যর্থতায়। দুই ব্যাটার মিলে যেখানে করলেন একশরও বেশি রান, বাকি ৯ জন আর অতিরিক্ত খাত মিলে মাত্র ৫০। সিলেটকে হারিয়ে খুলনাও ট্র্যাকে ফিরেছে, দেখছে প্লে-অফের স্বপ্ন। সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারকে হারিয়ে ফেলে সিলেট। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে রনি এদিন রানের খাতা খুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় উইকেটে হাল ধরেন আরেক ওপেনার জর্জ মানসী ও জাকির হাসান। দুজনের ৭৪ রানের জুটি ভাঙে ৮ম ওভারে, মানসী বিদায় নিলে। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫৮ রান করেন স্কটিশ ক্রিকেটার, ৬টি চার ও ৪টি ছক্কার সহায়তায়। এরপর একাই লড়াই চালিয়ে যান জাকির, যদিও সতীর্থদের সঙ্গ পাননি। সিলেটও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে জাকিরও বিদায় নিলে থমকে যায় রানের গতি। মানসী ও জাকিরের পর দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু সুমন খান। শেষদিকে নেমে ৫ বলে ১২ রানের ক্যামিও খেলেন এই পেসার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। খুলনার পক্ষে হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও সালমান ইরশাদ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, আমের জামাল ও নাসুম আহমেদ। জবাব দিতে নেমে এক মেহেদী হাসান মিরাজই উড়িয়ে দেন সিলেটকে। আগের দিন ৭৭ রান করেও যিনি সহ্য করেছেন হারের গøানি, সেই নাঈম শেখ ১৭ বলে ২০ রান করে বিদায় নেন। তবে স্ট্রাইক রেটের দিক থেকে উজ্জ্বল ছিলেন মিরাজ। দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকানোর পর দলকে নিয়ে যান অনায়াস জয়ের পথে। ৫০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে মিরাজ বিদায় নিলেও জয় তুলে নিতে সমস্যা হয়নি খুলনার। অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বসিস্তোরা জয় এনে দেন ১ বল হাতে রেখে। শেষপর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেই চট্টগ্রাম পর্ব শেষ করে খুলনা।


এই বিভাগের আরো খবর