সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বার্সেলোনা অবিশ্বাস্য কামব্যাকে জয় পেলো

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পর্যন্ত ২-৪ গোলে পিছিয়ে ছিল তারা। তার পরেই ভাল ফুটবল খেলে চ্যাম্পিয়ন্স লিগে জিতল বার্সেলোনা। গত মঙ্গলবার রাতে বেনফিকাকে হারাল ৫-৪ গোলে। হান্সি ফ্লিকের ছেলেরা পৌঁছে গেল শেষ ১৬-য়। পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে প্রথমার্ধে হ্যাটট্রিক করেন ভানজেলিস পাভলিডিস। বার্সা গোলকিপার উজসিয়েচ শেজনি দু’টি বড় ভুল করেন। তবে পেনাল্টি থেকে রবার্ট লেয়নডস্কির জোড়া গোল, এরিক গার্সিয়া এবং রাফিনহার জোড়া গোলে সম্মান বাঁচিয়েছে বার্সা। নিশ্চিত করেছে শেষ ষোলোয় খেলাও। ম্যাচের পর ফ্লিক বলেছেন, “পাগলের মতো একটা ম্যাচ হল। বেনফিকা প্রথমার্ধে ভাল খেলেছে। আমরা অনেক ভুল করেছি। তবে আমার দলের মানসিকতার প্রশংসা করব। ওরা সব সময়ে নিজেদের উপরে বিশ্বাস রাখে। অবিশ্বাস্য ভাবে ম্যাচে ফিরে এল।” ম্যাচের দ্বিতীয় মিনিটে বেনফিকাকে এগিয়ে দেন পাভলিডিস। আলেজান্দ্রো বালদেকে ফাউল করেন বেনফিকা ডিফেন্ডার টমাস আরাউখো। পেনাল্টি থেকে সমতা ফেরান লেয়নডস্কি। শেজনির ভুলে আবার এগিয়ে যায় বেনফিকা। একটি বল ধরতে গিয়ে সতীর্থ বালদের সঙ্গে সংঘর্ষ হয় শেজনির। পাভলিডিস সেই বল ধরে ফাঁকা গোলে ঠেলে দেন। কিছু ক্ষণ পরে আবার ভুল করেন শেজনি। এ বার বিপক্ষের কেরেম আকতুরকোগ্লুকে ফাউল করেন বঙ্।ে পেনাল্টি থেকে ৩-১ গোলে পাভলিডিস। রাফিনহা দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিলেও বেনফিকা ৪-২ করে আরাউখোর সৌজন্যে। তবে শেষ ১৫ মিনিটে ঝড় তুলে দিয়ে বেনফিকাকে হারিয়ে দেয় বার্সা।


এই বিভাগের আরো খবর