রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্রগ্রামের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো ঢাকা

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ঘরের মাঠে বিপিএল পর্ব জয়ে শেষ করতে পারল না চিটাগং কিংস। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ১৪৮ রান পাওয়া মোহাম্মদ মিঠুনের দল ১১ বল আগেই হারল ৮ উইকেটে। ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ৯০ রানের ইনিংসে অপরাজিত থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৭ ছক্কার দিনে তামিম চার মারেন কেবল ৩টি। বিশাল জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলেও বড় লাফ দিল ঢাকা ক্যাপিটালস। চিটাগংকে টেবিলের তিনে নামিয়ে ঢাকা উঠল চার নম্বরে। ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৪৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন ওপেন করতে নামা নাইম ইসলাম। আরেক ওপেনার জুবাইদ আকবরি করেন ২৩ রান। তিনে নামা ইনফর্ম ব্যাটার গ্রাহাম ক্লার্ক আউট হন কেবল ১৯ করতেই। মিডল অর্ডারের ভরসা শামীম হোসেন ১৫, হায়দার আলি ১৬ রানের বেশি করতে পারেননি। শেষদিকে ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন। নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন শিকার করেন জোড়া উইকেট। ১৪৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৯ ওভারেই ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার স্কোরবোর্ডে রান তুলেন ৭৫। তানজিদ তামিম আক্রমণাত্মক থাকলেও লিটন দাস ব্যাট করেছেন ধীরগতিতে। ব্যক্তিগত ২৫ রান করা লিটন ক্যাচ তুললে ভাঙে জুটি। এর মাঝেই ২৮ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। তিনে নামা মুনিম শাহরিয়ার ১৮ বল খেলে করতে পারেন ১২। তবে ৯০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ তামিম। মুনিমের বিদায়ের পর সাব্বির রহমান এসে ৯ বলে রান করেন ১৪। ১১ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত হয় ঢাকা ক্যাপিটালসের।


এই বিভাগের আরো খবর