সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত সিরিজ সামনে রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা দিলো ইংল্যান্ড

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ভারত সিরিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। সহ-অধিনায়ক করা হয়েছে হ্যারি ব্রæককে। এই সিরিজ দিয়েই ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জস বাটলার। একাদশে অধিনায়ক হিসেবেই আছেন তিনি। তবে বদলেছে ব্যাটিং পজিশন। ওপেনিং ছেড়ে বাটলার ব্যাট করবেন তিন নম্বরে। ওপেনিংয়ে ফিল সল্টের সাথে নামবেন বেন ডাকেট। উইকেটরক্ষকের দায়িত্বটা সল্টের কাঁধে। সহ-অধিনায়ক হ্যারি ব্রæক খেলবেন চার নম্বরে। পাঁচে আছেন লিয়াম লিভিংস্টোন। ছয় নম্বরে জ্যাকব বেথেল এবং সাতে রাখা হয়েছে জেমি ওভারটনকে। বোলিং ইউনিটে তিন বিশেষজ্ঞ পেসার গাস অ্যাটকিনসন, জফরা আর্চার এবং মার্ক উডের সাথে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রশিদ। ওভারটন, বেথেলদের দেখা যেতে পারে পঞ্চম বোলারের ভ‚মিকায়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপের পর ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ম্যাথু মট। ইসিবির সাথে মটের চুক্তি ছিল চার বছরের, যার অর্ধেকের কিছু বেশি সময় পার হয়েছিল। তবে টানা দুটি বিশ^কাপে দলকে প্রত্যাশামাফিক পারফরম্যান্স এনে দিতে না পারায় মট দায়িত্ব ছাড়েন। সাদা বলে নতুন প্রধান কোচের খোঁজে নামে ইংল্যান্ড। জোনাথন ট্রট, অ্যান্ড্রু ফ্লিনটফ, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংসহ বেশ কিছু নাম ছিল আলোচনায়। শেষমেশ লাল বলের প্রধান কোচের দায়িত্বে থাকা ব্রেন্ডন ম্যাককালামকেই সাদা বলের দায়িত্ব দেয় ইসিবি। তিন ফরম্যাটেই এখন ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাককালাম। ভারত সিরিজ দিয়েই শুরু হচ্ছে ম্যাককালামের সাদা বলের যাত্রা। সাদা বলেও এবার বাজবল ক্রিকেটের আগ্রাসন দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ^।

ইংল্যান্ডের একাদশ : ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রæক (সহ-অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।


এই বিভাগের আরো খবর