সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৭

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বিদেশ : তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। গত সোমবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ২৭ জন। খবর এপির। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্প ১ মিনিট ধরে স্থায়ী ছিল। ভূমিকম্পে চিয়াই এবং তাইনান শহরের আশেপাশে ছোট থেকে মাঝারি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ২৭ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক মাস বয়সী একটি শিশুসহ ছয়জনকে তাইনানের নানঙ্ িজেলায় একটি ধসে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক মহাসড়কের ঝুওয়েই সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। তাইনানে লিফটে আটকা পড়ার পর দুজন এবং চিয়াই শহরে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ফলে চিয়াইতে একটি মুদ্রণ কারখানায় আগুন লেগে যায়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাইওয়ান প্রশান্ত তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত হওয়ায়, দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত বছরের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ১৩ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছিল। দেশটিতে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পের পর শত শত আফটারশক অনুভূত হয়েছিল। তবে তাই তাইওয়ানের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল ১৯৯৯ সালের ভূমিকম্প। ৭ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছিল। এরপরেই তাইওয়ান ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য বিল্ডিং কোড আপডেট এবং উন্নত করেছে। বাড়ি যাতে ভূমিকম্পে ভাঙতে না পারে তারজন্য প্রযুক্তিকে কাজে লাগানো হয়। এর পাশাপাশি, তাইওয়ান একটি উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে যা জনসাধারণকে সেকেন্ডের মধ্যে সম্ভাব্য গুরুতর ভূমিকম্প সম্পর্কে সতর্ক করতে পারে।


এই বিভাগের আরো খবর