বাজারে যখন চালের দাম ঊর্ধ্বমুখী, তখন হঠাৎই চলতি মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডের পণ্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে চাল বিক্রি। ফলে নিম্নআয়ের কোটি পরিবার বিপাকে পড়েছে। টিসিবি থেকে বর্তমানে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে নিয়মিত থাকে ভোজ্য তেল, ডাল, চিনি। কখনো কখনো পেঁয়াজ ও চাল সরবরাহ করা হয়। রমজান মাসে যোগ হয় ছোলা ও খেজুর। এতোদিন ফ্যামিলি কার্ড হাতে লেখা ছিলো। বর্তমানে স্মার্ট ডিজিটাল কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৭ লাখ গ্রাহক স্মার্টকার্ড পেয়েছে। আরো ছয় লাখ কার্ড প্রস্তুত হচ্ছে। তবে হাতে লেখা কার্ড পরিবর্তন করে স্মার্টকার্ড চালুর কারণে জানুয়ারি মাসে টিসিবির কোনো পণ্যই পাবে না অন্তত ৩৭ লাখ কার্ডধারী। এ মাসের মধ্যেই সেগুলো গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। টিসিবি ও খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, টিসিবিকে খাদ্য অধিদফতর থেকে চাল সরবরাহ না করায় টিসিবি চাল বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে। খাদ্য অধিদফতর ডিসেম্বর পর্যন্ত চাল সরবরাহ করেছে।