শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোশাররফ করিম ডার্ক লাভ স্টোরি নিয়ে আসছেন

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

গ্রামে পরিবার রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। এর মধ্যে হঠাৎ করে টাকা পাঠানো কমে যায়। অন্যদিকে শহরে আবার সে প্রেমে পড়ে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায়। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। ডার্ক লাভ স্টোরি নিয়ে নির্মাতা ভিকি জাহেদ আনছেন ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। বরাবরের মতো টিভি এবং ওটিটিতে একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এবার নতুন বছরেও থাকছে চমক। কারণ, ওয়েব ফিল্মটিতে থাকছেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জাকিয়া বারী মম। গতকাল বুধবার মুক্তি পেয়েছে ‘অন্ধকারের গান’। জানা গেছে, দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হচ্ছেন তারা। গত মাসে ট্রেলার দেখেই বোঝা যায়, থ্রিলার, রহস্য গল্প দিয়ে আলোচনায় থাকা ভিকি এবার ফিরছেন ভিন্নভাবে। ‘অন্ধকারের গান’-এ অভিনেতা মোশাররফ করিম, মম ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ। জানা গেচে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।


এই বিভাগের আরো খবর