সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরপর ছবি ফ্লপ হলেও ‘স্কাই ফোর্স’ নিয়ে আশাবাদী অক্ষয়

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নতুন বছরেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। কিন্তু গেল বছর একের পর এক বক্স অফিসে ফ্লপ করেছিল অক্ষয় অভিনীত ছবি। সে প্রসঙ্গে মুখ খুলেছেন বি-টাউনের এই খিলাড়ি। জানালেন, ফ্লপ হওয়ার ঘটনাই এবারই প্রথম নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। ৩৩ বছর ধরে কঠিন পরিশ্রমেই কেটেছে অক্ষয়ের ক্যারিয়ার। আর তা দিয়েই বক্স অফিসের খরা কাটাবেন বলেই স্থির করেছেন। অক্ষয় কুমার তার একের পর এক ফ্লপ প্রসঙ্গে তখন বলেন, ‘এটা তো প্রথমবারের জন্য না। কিন্তু এখানে সবথেকে ভালো জিনিস হল তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটাই বলি। কেউ যদি আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেন, আমি তাকেও সেটাই বলি। কঠিন পরিশ্রম করে যাও।’ অক্ষয় কুমারকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে। সেই ছবির ট্রেলার প্রকাশ হলো সদ্যই। সেখানে এসেই সাংবাদিকদের সঙ্গে পরপর ফ্লপ নিয়ে কথা বলেন তিনি। অক্ষয় এদিন আরও জানান, অনেকেই তাকে বছরে একটা বা বড় জোর দুটো ছবি করার পরামর্শ দিয়েছেন। অভিনেতা বলেন, ‘কিন্তু আমি যদি কাজ করতে পারি, তাহলে আমি কেন করব না? আমার পুরো ক্যারিয়ার তো সেটার ওপরেই তৈরি। অনেকেই আমায় বলেছে কনটেন্ট দেখে ছবি না করার কথা। কিন্তু আমি সেটা ছাড়তে পারব না। আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই।’


এই বিভাগের আরো খবর