সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাফা কবির বড়ো পর্দায় পা রাখতে যাচ্ছেন

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ে গেল বছর বেশ সরব ছিলেন সাফা কবির। বছর জুড়েই ভিন্ন সব চরিত্র নিয়ে হাজির হয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়াও বছর শেষে হাতে ওঠে সেরা অভিনেত্রীর পুরস্কার। আলোক হাসানের পরিচালনায় ‘পারুল’ নাটকের জন্য ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসাবে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি অ্যাওয়ার্ড পান সাফা। অনুভূতি ব্যক্ত করে তিনি জানান, চলতি বছরে নিজেকে আরও ভালো কাজে যুক্ত করতে চান। সঙ্গে নানামাত্রিক চরিত্রে নিজেকে প্রমাণিত করতে চান। এ ছাড়াও এ বছরে সিনেমায় অভিনয় প্রসঙ্গেও ইচ্ছা প্রকাশ করেন এ অভিনেত্রী। সাফা কবির বলেন, ‘সিনেমায় আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই রয়েছে। কিন্তু সেভাবে ভালো গল্প ও চরিত্র পাইনি। তাছাড়া পরিচালকরাও সেভাবে আমাকে নিয়ে চিন্তা করছেন না বা তাদের ডাকও পাচ্ছি না। দর্শকদের মতো আমিও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে হাজির হতে। সবকিছু মিলে গেলে এ বছরেই বড় পর্দায় হাজির হব। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। তাই অভিনয়ের ইচ্ছাটা আরও প্রবল বেড়েছে। সময়ের হাতে ছেড়ে দিলাম সব কিছু। দেখা যাক কি হয়।’ গেল বছরে ‘টিকিট’ নামে একটি ওটিটি কনটেন্টে সাফাকে দেখা গেছে। এ ছাড়াও ‘সুপার ওয়াইফ’, ‘ফিদা’, ‘অনন্ত প্রেম’, ‘জাদুর শহর’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘ফিল মাই লাভ’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেম’, ‘একটু আধটু প্রেম’ নামে নাটকে তার অভিনয় আলোচনায় আসে। চলতি বছরও গল্পপ্রধান চরিত্রে কাজ করতে চান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি গল্প হচ্ছে আসল হিরো। কিন্তু ইদানিং শক্তিশালী গল্পের দেখা খুব কম পাচ্ছি। তবে আমার হাতে কিছু পছন্দের গল্প রয়েছে, সেগুলো নিয়ে চলতি বছরে হাজির হব।’


এই বিভাগের আরো খবর