শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ইউনুস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ইউনুস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় মডেল মসজিদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনুস আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফকিরহাট কারামতিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ ন ম মাওলানা ইউনুস আলী, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জেল হায়দার, ইউনুস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , ব্যাংক কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিব, ফকিরহাট কারামতিয়া হেফজখানার কোষাধ্যক্ষ লাল্টু, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আসাদুজ্জামান আসাদ, জয়নাল,আব্দুল্লাহ হীল মুজাদ্দেদী প্রমুখ। এসময় ফকিরহাট কারামতিয়া হেফজখানা ও ছোট বাহিরদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ইউনুস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহিল গালিব এ প্রতিবেদককে জানান, দেশে চলমান শৈত্য প্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ফকিরহাটে দরিদ্র ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক প্রয়োজনে এই ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর আহবান জানান।


এই বিভাগের আরো খবর