সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হার দিয়ে বিপিএল শুরু ঢাকার, রংপুরের বড় জয়

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাত্রার শুরুটা সুখকর হলো না ঢাকা ক্যাপিটালসের। হার দিয়েই আসর শুরু করেছে শাকিব খানের মালিকানাধীন দল। উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। গত সোমবার মিরপুরে রংপুরের কাছে ৪০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। এ দিন আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের পুঁজি পায় গেøাবাল লিগ চ্যাম্পিয়নরা। যা তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের সাথে। তবে দ্বিতীয় ম্যাচে রংপুর ঠিকই জয় তুলে নেয় শেখ মেহেদীর সৌজন্যে। প্রথম চার উইকেটের সবগুলো একাই নেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা। তানজিদ হাসান ও লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। ২১ বলে ৩০ করে তানজিদ ফিরলে ভাঙে জুটি। এর পরই ব্যাটিং ধস নামে ঢাকার। ১০০-এর আগেই ৫ উইকেট হারায় তারা। বিদায় নেন লিটন দাস (৩১), হাবিবুর রহমান (৬) ফরমানউল্লাহ (১)। ১৭ রানের বেশি করতে পারেননি স্টিফেন ইস্কিনজাই ও থিসারা পেরেরা। শেষ দিকে মুকিদুল ইসলামের ১৮ ও নাজমুল অপুর ১২ রান কেবল ব্যবধান কমায়। এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৩৩ বলে ৪০, ইফতেখার আহমেদের ৩৮ বলে ৪৯ রানে বড় সংগ্রহের পথ পায় রংপুর। যেই পথে দলকে এগিয়ে দেন খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। খুশদিল ২৩ বলে ৪৬ ও সোহান করেন ১১ বলে ২৫ রান। ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু, জোড়া উইকেট নেন মুকিদুল ইসলাম।


এই বিভাগের আরো খবর