মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বদিউজ্জামান বাদল নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্তের সুপারিশ করেছে উপজেলা শিক্ষা অফিস। বদিউজ্জামান ১১১ নং শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট সুপারিশকৃত নথিপত্র পাঠিয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।
বদিউজ্জামান গত ১৫ ডিসেম্বর থেকে বাগেরহাট জেল হাজতে রয়েছেন। তার স্ত্রী সহকারি শিক্ষিকা নাসরিন বেগমের দায়ের করা যৌতুক নিরোধ ও নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
নাসরিন বেগম বলেন, স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। বদিউজ্জামান পরকীয়া প্রেমে জড়িয়ে গত জুন মাসে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে অপর এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে বিয়ে করেছেন যার কাবিন নামা হাতে পেয়েছেন বলেও নাসরিন বেগম জানান।