মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়েত ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী সুন্নাতে খাৎনা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। দুদিনের ক্যাম্পে ৮২ জন শিশুর খাৎনা সম্পন্ন হবে। মঙ্গলবার বেলা ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্ধোধন করেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মো. আলামীন হোসেন, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম বলেন, ৮২ জন শিশুর অভিভাবক নির্ধারিত ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন শেষে শিশুদের নিয়ে খাৎনা ক্যাম্পে হাজির হয়েছেন। তাদের নিরাপদ খাৎনা সম্পন্ন করে প্রয়োজনীয় ওষুধ ও একটি করে লুঙ্গি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।