বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুঁজিবাজারে সূচকের পতন, তবে লেনদেন বেড়েছে সিএসইতে

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অর্থনীতি: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে। গতকাল সোমবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই) : ডিএসইতে গতকাল সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএঙ্ ২৫ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭০ দশমিক ৭৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ০৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯২২ দশমিক ১০ পয়েন্ট ও ১ হাজার ১৫৫ দশমিক ৯০ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯ কোটি ৬৪ লাখ টাকা। এ ছাড়া গতকাল সোমবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টি কোম্পানির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জ (সিএসই): অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে গতকাল সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসসিএঙ্ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৫৪ দশমিক ৬৩ পয়েন্টে ও ৮ হাজার ৮০৯ দশমিক ৫৮ পয়েন্টে। আর সিএসআই সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩০ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১০৭ দশমিক ৪২ পয়েন্টে ও ১১ হাজার ৯২২ দশমিক ৯৮ পয়েন্টে। তবে সিএসইতে গতকাল সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮ কোটি ৮৬ লাখ টাকা। সিএসইতে ২০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারদর।


এই বিভাগের আরো খবর