বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্যানইউ পয়েন্ট টেবিলের তলানিতে

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ম্যাচ হেরে ও পয়েন্ট হারিয়ে তারা নেমেই চলছে পয়েন্ট টেবিলের তলানির দিকে। গত রোববার রাতে ঘরের মাঠে তারা ৩-০ গোলে হেরে গেছে বোর্নমাউথের কাছে। এই হারে ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে নেমে গেছে রেড ডেভিলসা। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানইউর সর্বনিম্ন স্থান। এর আগে কখনো তারা এত নিচে নামেনি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ম্যানইউর পয়েন্ট ব্যবধান এখন ১৭! অন্যদিকে ম্যানইউকে হারিয়ে ১৭ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বোর্নমাউথ। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় বোর্নমাউথ। এ সময় রায়ান ক্রিস্টির ক্রসে হেড নিয়ে জালে জড়ান ডিন হুইজসেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৬১ মিনিটে পেনাল্টি পায় বোর্নমাউথ। পেনাল্টি থেকে জাস্টিন ক্লুইভার্ট গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৬৩ মিনিটে দাঙ্গো ওউয়াত্রার অ্যাসিস্টে গোল করেন অ্যান্তোনিও সেমেনো। বাকি সময়ে ম্যানইউ কোনো গোল শোধ দিতে না পারায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ।


এই বিভাগের আরো খবর