সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বার্সা অ্যাটলেটিকোর কাছে হারের তিক্ত স্বাদ পেলো

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আলেকজান্ডার সরলোথের শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয় পেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। গত শনিবার লা লিগায় তারা ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে আবার উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। অ্যাটলেটিকো মাদ্রিদের যেন স্বপ্নের যাত্রা চলছে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতলো তারা। সেইসঙ্গে কাটলো বড় এক আক্ষেপ। বার্সেলোনার মাঠে ১৮ বছরের মধ্যে যে প্রথমবার জয় নিয়ে ফিরলো ডিয়েগো সিমিওনের দল। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে অ্যাটলেটিকো। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সা। টানা তিন ম্যাচ জয়শূন্য তারা। অথচ ঘরের মাঠে শুরুটা ভালোই ছিল বার্সার। ম্যাচের আধ ঘণ্টার মাথায় গাভির সঙ্গে ওয়ান টু পাসে বঙ্ েঢুকে পড়েন পেদ্রি, নিচু শটে পরাস্ত করেন গোলরক্ষক ইয়ান ওবলাককে। দাপট দেখিয়ে খেললেও ব্যবধান আর বাড়াতে পারছিল না স্বাগতিকরা। বিরতির পর রাফিনহার চিপ শট লেগে যায় ক্রসবারে, ফেরমিন লোপেজের কাছে থেকে নেওয়া শট আটকে দেন ওবলাক। ছয় গজ বঙ্ েবল পেয়েও দুর্বল শটে সুযোগ নষ্ট করেন রবার্ট লেওয়ানডস্কি। মার্ক কাসাদো ভুলের সুযোগ নিয়ে ৬০তম মিনিটে এসে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। বঙ্ েআরেক আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের পাস ব্যাক-হিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি কাসাদো। বল পেয়ে ডি পল বঙ্রে বাইরে থেকে শটে জালে পাঠান। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় সমতায়। ইনজুরি টাইমে ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ। ডানদিক থেকে নাহুয়েল মলিনার পাস থেকে বল জালে জড়িয়ে দেন সোরলথ। এই গোলই ২০০৬ সালের পর বার্সার মাটিতে অ্যাটলেটিকোর প্রথম জয় নিশ্চিত করে দেয়।


এই বিভাগের আরো খবর