ব্রিসবেন টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দন অশ্বিন৷ আচমকাই অবসরের ঘোষণা দিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। এ নিয়ে বোমা ফাটিয়েছেন তার বাবা৷ তার দাবি অশ্বিনকে অপমান করা হয়েছে, তাই তিনি অবসর নিয়েছেন। ব্রিসবেন টেস্ট শেষে অধিনায়ক রোহিত শর্মার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অবসরের ঘোষণা দেন রবিচন্দন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন ভারতের হয়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট শিকার করা এই তারকা। ছেলের হঠাৎ অবসরের সিদ্ধান্তে হতবাক অশ্বিনের বাবা রবিচন্দন। কিন্তু তার ইঙ্গিত, বিদেশের মাটিতে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তারকা। তাতেই হয়তো অপমানিত বোধ করেছিলেন। সরাসরি কিছু না বললেও তাই করেছেন অপমানের অভিযোগ। অবসর ঘোষণার পরের দিন অশ্বিনের বাবা বলেন, ‘একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি ও অবসর নিতে চলেছে। অবসর নেওয়া একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ১৪-১৫ বছর ধরে ভারতের জার্সিতে খেলেছে, সেটা হঠাৎ পালটে গেলে অবাক তো লাগবেই। তবে এমন কিছু ঘটতে পারে আন্দাজ করেছিলাম। দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল ওকে। আর কতদিন সহ্য করবে? তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’ সিরিজের মাঝপথে অশ্বিনের অবসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের সাবেক-বর্তমান খেলোয়াড়দের মাঝে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন এই তারকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া প্রথম বোলার অশ্বিন। অবসরের আগে পর্যন্ত ছিলেন আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তৃতীয় শীর্ষ অলরাউন্ডার। ৩৮ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে টেস্টে ৬ সেঞ্চুরিসহ করেছেন ৪৩৯৪ রান।
https://www.kaabait.com