সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লংকান টি-টোয়েন্টি দলে জায়গা পেলেননা ওয়েলালাগে

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ সিরিজ থেকে শুধুমাত্র বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। গত নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলো শ্রীলংকা। ওয়েলালাগে বাদে সিরিজের বাকী খেলোয়াড়দের দলে ধরে রেখেছে লংকানরা। ওয়েলালাগেকে বাদ দেওয়ার কারণ জানায়নি এসএলসি। তবে ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশন বিবেচনায় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি ওয়েলালাগের। দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে লঙ্কা টি-টেন লিগে জাফনা টাইটান্সের হয়ে খেলছেন ওয়েলালাগে। নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা ধরে রেখেছেন ব্যাটার ভানুকা রাজাপাকসা। ২১ মাস পর গত অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শ্রীলংকা টি-টোয়েন্টি দলে ফিরেন রাাজাপাকসে। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলেছেন তিনি। কিন্তু দুই সিরিজে ব্যাট হাতে ৪ ইনিংসে ৪১ রান করেও দলে টিকে গেছেন রাজাপাকসে। শ্রীলংকার সর্বশেষ তিন সিরিজের দলে থেকেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি ব্যাটার দিনেশ চান্ডিমাল। তারপরও দলে রাখা হয়েছে তাকে। ২০২২ সালের ফেব্রæয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আগামী ২৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। এরপর ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় এবং ২ জানুয়ারি নেলসনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলংকা টি-টোয়েটি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসা, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।


এই বিভাগের আরো খবর