বাগেরহাট প্রতিনিধিঃ ১৭ ই ডিসেম্বর, মঙ্গলবার বাগেরহাট হানাদার মুক্ত দিবস মানে বাগেরহাট বিজয় দিবস , দিবসটি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় ২০২৪ ইং সালে ও তার ব্যতিক্রম ঘটেনি । এ উপলক্ষে গাঙচিল বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার কার্যালয় সন্ধ্যায় সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের বিশেষ আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিল বাগেরহাট জেলা শাখার সিনিঃ সহ সভাপতি মোঃ মহিতুর রহমান , সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সমাজকল্যান সম্পাদক হেনা চৌধুরী , সদস্য আবিদা সুলতানা, সদস্য শারমিন কাজল সহ অন্যান্য সদস্যবৃন্দ।