শেখ সৈয়দ আলী, ফকিরহাটঃ গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের বিবর্তণে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বুড়ি বটতলা এলাকায় নবীন সংঘ কর্তৃক আয়োজিত চার দলীয় অনুষ্ঠিত হয় এই হা-ডু-ডু খেলা প্রতিযোগিতা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মানসা ইউনিয়নের ইউপি সদস্য ধিরেন্দ্র নাথ বাটুল,বিশেষ অতিথি মোঃ মিজানুর রহমান,শেখ ওবায়েদ হাসান রনি সহ খেলাটি আয়োজন করেন মোঃ মারুফ হোসেন, মোঃ সোহেব আক্তার, সাদিক শেখ,মোঃ রফিক প্রমুখ।
এসময় নিজাম শেখের টিমকে পরাজিত করে আঃ ছালাম ও নুর ইসলামের টিম চ্যাস্পিয়ান হয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে উক্ত খেলার মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী। সমাপনী খেলায় রেফারি আবু বক্কার সিদ্দিক ও সহকারী রেফারি মোঃ রাজ্জাক সরদার,মোঃ একরামের পরিচালনায় খেলায় ফাইনালে ওঠে আঃ ছালাম, নুর ইসলামের টিম ও নিজাম শেখের টিম। সার্বিক তত্ত্বাবধানে কামরুজ্জামান এ্যাপলু,জাহিদ। খেলাটি উপস্থাপনা করেন শেখ রুবেল আলম।