আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিমকে সংবর্ধনা ও একই এলাকায়
কচুয়া উপজেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা
দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ১৪৪
ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানাগেছে। আজ বেলা ২টায় জেলার কচুয়া উপজেলার
গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে বাগেরহাট-২
আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ এইচ সেলিমকে সংবর্ধনা ও
একই সময় কচুয়া উপজেলা বিএনপির বিজয় সমাবেশ হওয়ার কথা ছিলো। ১৪৪ ধারা জারির পর
দুপুরে জেলা বিএনপি ও বিএনপির সাবেক এমপি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য এম এ এইচ
সেলিম পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে এম এ এইচ সেলিম ১৪৪ ধারা
জারি থাকায় সংবর্ধনা অনুষ্ঠান না করার কথা জানালেও জেলা বিএনপি’র আহবায়ক এটি এম
আকরাম হোসেন তালিম নিধারিত সমাবেশ যথা সময়ে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি
করেছেন।
এদিকে, একই এলাকায় পাশাপাশি দুই বিএনপির দুই গ্রুপের সংবর্ধনা সমাবেশকে কেন্দ্রে
করে ১৪৪ ধারা জারি হওয়ায় বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা
দিয়েছে। তারা বলছেন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে সাবেক এমপি এম এ
এইচ সেলিম। তার আপন ছোট ভাই বর্তমান জেলা বিএনপি প্রধান সমন্বায়ক ও জেলা বিএনপির
সাবেক সভাপতি এম এ সালাম। দুই ভাই বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।
উল্লেখ্য, জান মালের ক্ষয়ক্ষতি ও দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাগেরহাটের
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ স্বাক্ষরিত ১৪৪
ধারা জারি করা হয়।