সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামিকাল ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে শুরু হওয়া সফরটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। প্রথম টেস্টে হারের পর অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয় বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে।  সোমবার সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফর্মেটের মারদাঙ্গা এই ম্যাচে বরাবরই আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা। তার পরও অধিনায়কের মুখে টি-টোয়েন্টি সিরিজ জেতার প্রত্যয় দৃঢ়। বিসিবির প্রকাশিত ভিডিওতে অবশ্য কঠিন বাস্তবতাও স্বীকার করলেন তিনি। অধিনায়ক বলেন ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’ নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে আগের দুই ফরম্যাটের নেতৃত্বে মেহেদি মিরাজ ছিলেন। আজ টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন লিটন। এই মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে রানখরায় ছিল টাইগাররা। তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গত শনিবার যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’ ম্যাচের আগেরদিন সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা নামতে পারেন নি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদি-লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে।
বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রæব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।


এই বিভাগের আরো খবর