বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেট্রোর কাছে হার তারকাবহুল খুলনার

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রোর কাছে হেরেছে তাকাবহুল খুলনা। মেট্রোর জয়ে বড় অবদান রেখেছেন আলিস আল ইসলাম, যার সুবাদে উঠেছে ম্যাচসেরার পুরস্কারও। সিলেটের আউটার স্টেডিয়ামে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে ইমরানউজ্জামানের ব্যাট থেকে। ২৮ বলের মোকাবেলায় ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া নাঈম শেখ ২১ বলে ২২, আনিসুল ইসলাম ইমন ২১ বলে ২২ ও শামসুর রহমান শুভ ১৮ বলে ২৬ রান করেন। খুলনার পক্ষে মেহেদী হাসান রানা তিনটি এবং আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে খুলনা এদিন আজিকুল হাকিম তামিম ছাড়া আর কারও সমর্থন পায়নি। ১৭ বলে ২৯ রান করে তামিম বিদায় নিলে আর কেউ বলার মতো প্রতিরোধ গড়তে পারেননি। তাই শেষপর্যন্ত ৬ রানে পিছিয়ে থেকেই থামে দলীয় ইনিংস, ৮ উইকেট হারিয়ে। খুলনার ব্যাটারদের মধ্যে এনামুল হক বিজয় ১৩, ইমরুল কায়েস ৮, মিঠুন ৮, নুরুল হাসান সোহান ১৪, মৃত্যুঞ্জয় ১৩, জিয়াউর রহমান ১৭ রান করেন। ২৪ রানে ৩ উইকেট শিকার করেন ম্যাচসেরা হন মেট্রোর আলিস আল ইসলাম।


এই বিভাগের আরো খবর