সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জট কাটল চ্যাম্পিয়ন্স ট্রফির

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট নিয়ে জট কেটেছে। পাকিস্তানকে ২০২৫ সালে আসরটি আয়োজনের সবুজ সঙ্কেত দিয়েছে বিশ্ব ক্রিকেটের পরিচালনা সংস্থা আইসিসি। নতুন ব্যবস্থায় ভারত যেমন যাবে না পাকিস্তানে, তেমনি পরের আসরে ভারতেও যাবে না পাকিস্তান। উল্লেখ্য কোনো পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি ছিল না ভারত। কিন্তু পাকিস্তান বোর্ডও ছিল নাছোড়বান্দা। তারা শুরুতে এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে। জানায়, পাকিস্তানেই সব ম্যাচ আয়োজিত হবে। আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দু’বোর্ড। যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছনো যাচ্ছিল না। শেষে শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল সামনে আসে। তা হলো, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাকিস্তান দলও ভারতে খেলতে যাবে না। অবশেষে কার্যত সেই প্রস্তাবেই দু’পক্ষ রাজি হওয়ায় জটিলতা কাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে লিগ পর্বের খেলবেন না বাবর আজমরা। তাদের ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়। হাইব্রিড মডেলে সবুজ সঙ্কেত দিলেও আইসিসির তরফে এর জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। তবে তার বদলে ২০২৭ সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের সত্ত¡ পেল তারা। একনজরে দেখে নেয়া যাক দুই বোর্ডের মধ্যে কোন কোন বিষয়ে চুক্তি হলো। ১. মোট তিনটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত খেলবে দুবাইয়ে। ২. ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। ৩. হাইব্রিড মডেলে সম্মতির জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পিসিবি। ৪. তার বদলে ২০২৭-এ পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে পিসিবি। ৫. চুক্তিতে খুশি আইসিসি, বিসিসিআই ও পিসিবি। শোনা যাচ্ছিল, ৫০ ওভারের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এবার দেখার টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।


এই বিভাগের আরো খবর