মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সদর বাজারের ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ ও মহান বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার বিকেল ৪টার দিকে বিএনপির কার্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির আহŸায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহŸায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ফারুক হোসেন সামাদ, এফ.এম শামীম আহসান, বদিউজ্জামান মহারাজ, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধঅরণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ তালুকদার ও মো. রমিজ উদ্দিন।