মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে দলীয় কার্যালয়ে খাউলিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
সভায় সভাপতিত্ব করেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।
কর্মীসভায় সকলকে সংগঠিত থেকে দলকে শক্তিশালী করা ও দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।