সর্বশেষ :
বাগেরহাটে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে  সুধী সমাবেশ স্পেনে উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯, আহত শতাধিক কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৭ ভারতে বাংলা বলার কারণে তিন বাঙালি কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার দাপটই যুক্তরাষ্ট্রের কাছে বড়: গুতেরেস মার্কিন শুল্ক উপেক্ষা করে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি ৫ শতাংশ আগাম নির্বাচনের ডাক দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া-ইতালি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরের নতুন আসছে সিনেমা বড় দিনে

প্রতিনিধি: / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: ২০২৩ সালটা অনেক তারকার জন্য উল্লেখযোগ্য হলেও বলিউডের পারপেকশনিষ্ট আমির খানের জন্য ছিল নিতান্তই সাদামাটা একটা বছর। এ বছর আমিরকে পর্দায় দেখা যায়নি। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে দুরে আছেন অভিনেতা। সময় দিচ্ছেন পরিবারকে। তবে নতুন বছরেই পর্দায় আসার ঘোষণা দিয়েছেন আমির। তাকে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’-এ। এর আগে জানা গেছে, আমির খান তাঁর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এবার ‘সিতারে জামিন পার’-এর মুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন আমির খান। জানালেন, এ বছরই আসছে সিনেমাটি। স¤প্রতি একটি সাক্ষাৎকারে ‘সিতারে জামিন পার’-এর মুক্তি প্রসঙ্গে কথা বলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট।’ আমির বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী সিনেমা হতে চলেছে। আমরা এটি আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল।’ স¤প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে আমির তো থাকছেন, তবে রয়েছে আরও চমক। আমির বলেন, ‘এতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিও চরিত্রে রয়েছি।’ কয়েক মাস আগে ‘সিতারে জামিন পার’ নিয়ে প্রথম মুখ খুলেছিলেন আমির খান। সিনেমাটির নাম জানানোর পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও আমির অভিনীত প্রশংসিত চলচ্চিত্র ‘তারে জামিন পর’-এর আঙ্গিকেই তৈরি হবে এটি। বহুল প্রশংসিত ওই সিনেমাতে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। যাতে মুখ্য ভ‚মিকায় অভিনয় করা ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন আর্ট শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। এবার সেই সিনেমার আঙ্গিকেই নতুন করে সামাজিক বার্তা নিয়ে ‘সিতারে জামিন পার’ আনতে চলেছেন আমির খান।


এই বিভাগের আরো খবর