বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৪২ রানে অল-আউট রাজশাহী

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

স্পোর্টস: সুমন খানের হ্যাটট্রিকে ৪২ রানে অল-আউট রাজশাহীজাতীয় ক্রিকেট লিগের ইতিহাসে সর্বনিম্ম স্কোরের লজ্জার রেকর্ড গড়ল রাজশাহী বিভাগ। সৌজন্যে সুমন খানের হ্যাটট্রিকসহ। ঢাকা বিভাগের এই পেসার নিয়েছেন ৭ উইকেট। ২০.৫ ওভারে মাত্র ৪২ রানে অল-আউট হয়ে গেছে রাজশাহী। এর আগে এনসিএলে সর্বনি¤œ স্কোরের রেকর্ড ছিল বরিশালের। তারা করেছিল ৪৬ রান। গতকাল শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নামা ঢাকাকে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট এনে দেন সুমন। একে একে তুলে নেন আরও তিন উইকেট। এরপর আসল ম্যাজিক দেখান ২১তম ওভারে। নিজের ৮ম ওভারের তৃতীয় বলে সানজামুলকে ফেরান ডানহাতি পেসার। পরের বলে মোহর ফিরেন উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে। ওভারের পঞ্চম বলে আসাদুজ্জামানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন সুমন। এরই সঙ্গে অল-আউট হয় রাজশাহী। ৭.৫ ওভারে ২ মেডেন ও ১৮ রানে সুমনের ৭ উইকেট ছাড়াও একটি করে উইকেট নেন রিপন মন্ডল, এনামুল হক ও রুয়েল মিয়া। রাজশাহীর ৪২ রানের মধ্যে ১৮ রানই করেছেন মেহরাব হোসেন। দুই অংক স্পর্শ করা অন্য ব্যাটার হলেন সাব্বির।


এই বিভাগের আরো খবর