সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদো গোল করেও দলকে জেতাতে পারলেন না

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

স্পোর্টস: গোল করেও দলকে জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলের পরও হেরেছে আল নাসের। সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ক্রমেই ছিটকে পড়ছে তারা। লিগে এবার আল নাসের হেরেছে আল কাদিসিয়াহর কাছে। গত শুক্রবার আল-আউয়াল পার্কে ২-১ গোলে হেরেছে তারা। রোনালদোর গোলে এগিয়ে গেলেও কুইনোনেস ও আবামেয়াংয়ের গোলে জয় পায় কাদিসিয়াহ। এদিন অবশ্য ম্যাচজুড়ে আল নাসর আধিপত্য দেখিয়েছে। বলের দখল থেকে শুরু করে আক্রমণ- সব কিছুতেই এগিয়ে ছিল তারা। ২০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পেরেছে রোনালদোরা। যেখানে মাত্র ১০ বার শট নিয়েছে কাদিসিয়াহ। আল নাসের প্রথম সুযোগ পায় ১৫ মিনিটে। অ্যাঞ্জেলোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর ২২ মিনিটে হতাশ হতে হয় সাদিও মানেকে। তার শট ঠেকিয়ে দেন কাদিসিয়াহর গোলরক্ষক। ফিরতি শটেও সুবিধা করতে পারেননি আল ঘারিব। তবে ৩২ মিনিটে রোনালদো আর ব্যর্থ হননি। আল কাদিসিয়াহর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এবারের লিগে এটি তার সপ্তম গোল। সব মিলিয়ে এই মৌসুমে ১৬ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তবে ৫ মিনিট পরেই সমতায় ফেরে আল কাদিসিয়াহ। কুইনোনেসের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ১-১ গোলের সমতা নিয়ে দু’দল বিরতিতে যায়। ৫০ মিনিটে আবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় কাদিসিয়াহ। হেডে বল জালে পাঠান তিনি। ২-১ গোলের লিড পায় স্বাগতিকেরা। যেই লিড আর ভাঙতে পারেনি নাসের। বেশ কয়েকটি বড় আক্রমণ চালালেও ফল আসেনি। এই হারে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল আল নাসর। এক ম্যাচ করে কম খেলে ২৮ ও ২৭ পয়েন্ট নিয়ে এক ও দু’য়ে নেইমারের আল হিলাল ও করিম বেনজেমার আল ইত্তিহাদ।


এই বিভাগের আরো খবর