জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল অদুত খানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে বাগেরহাটের রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজারে এলাকাবাসির ব্যানারে মানববন্ধন্ধে দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবখাটিয়ে সাবেক ইউপি মেম্বার আব্দুল অদুত খান। এলাকায় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ, তার বাহিনী দিয়ে কামলা, গড়ঘাটসহ বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা জুয়া, চোর, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে অতিষ্ট করে তুলছে সাধারণ মানুষকে। অবিলম্বে সাবেক ইউপি মেম্বার আব্দুল অদুত খানকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন ভূক্তভোগীরা।
মানববন্ধনে বক্তৃতা করেন ভূক্তভোগী ওই ইউপি মেম্বারের বোন ফরিদা বেগম, শাহাদৎ হোসেন, রফিকুল ইসলাম মোল্লা, মোন্তান মোল্লাসহ অনেকে।