সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাস্তির প্রতিবাদে টিকেট বিক্রি বন্ধ আতলেতিকোর

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

স্পোর্টস: দর্শকদের বর্ণবাদী ও উগ্র আচরণের দায়ে পাওয়া শাস্তি ভালোভাবে নেয়নি আতলেতিকো মাদ্রিদ। উয়েফা ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরইএফএফ) দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে অভিনব পদক্ষেপ নিয়েছে ক্লাবটি। পরবর্তী পাঁচটি অ্যাওয়ে ম্যাচে ক্লাবের মৌসুম টিকেটধারী দর্শকদের কাছে কোনো টিকেট বিক্রি করবে না আতলেতিকো। অর্থাৎ প্রতিপক্ষের মাঠে নিজ দলের দর্শকদের যেতে নিরুৎসাহী করবে তারা। যা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে ওই ম্যাচগুলোর স্বাগতিক দলের জন্য। আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা ও আরইএফএফের শাস্তির প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্পেনের ক্লাবটি। “আতলেতিকো ও এর বেশিরভাগ ভক্ত যারা অনুকরণীয় আচরণ করেছে, (উয়েফা ও আরইএফএফের শাস্তিতে) তাদের যে সম্মানহানি হয়েছে, তা কাটিয়ে ওঠা খুব কঠিন।” “পরিস্থিতির গুরুত্ব ও ক্লাবের ভাবমূর্তি বজায় রাখার তাগিদ থেকে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসময়ে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।” গত মাসের শেষ দিকে ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ও বেনফিকার মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দর্শকদের অসদাচরণের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি পেয়েছে আতলেতিকো। বেনফিকার মাঠে বর্ণবাদী আচরণের অপরাধে তাদের ৩০ হাজার ইউরো জরিমানা ও একটি ম্যাচে প্রতিপক্ষের দর্শকদের কাছে টিকেট বিক্রির স্থগিত নিষেধাজ্ঞা দেয় উয়েফা। এর আগে রেয়াল ম্যাচে মাঠের মধ্যে কিছু জিনিস ছুড়ে মারার অপরাধে পরবর্তী তিনটি লিগ ম্যাচে মাঠে আংশিক গ্যালারি বন্ধ রেখে খেলার শাস্তি দেয় আরইএফএফ।


এই বিভাগের আরো খবর