বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপির সম্প্রীতি সমাবেশ:  মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতী দল  নেতার পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিনিধি: / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:  বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বনগ্রমান ইউনিয়ন পরিষদ মাঠে বনগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাগেরহাট-৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন  বাগেরহাট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ফারহানা জাহান নিপা। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো, সামসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুবনেতা এম. শোয়াইব শরীফ (শোয়েব),

বাগেরহাট জেলা প্রজন্ম দলের সভাপতি এবায়েদুল ইসলাম শাহিন, ছাত্রদল নেতা এনামুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ড. কাজী মনিরুজ্জামান মনির ও এ্যাড. ফারহানা জাহান নিপা দলীয় নেতাকর্মীদের নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনগ্রাম, হোগলাপাশা, বলইবুনিয়া,রামচন্দ্রপুর, চিংড়াখালী, জিউধরা, বারইখালী ইউনিয়ন, মোরেলগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরসহ শরণখোলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে নিজ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেছেন।


এই বিভাগের আরো খবর