বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দুটি ইউনিয়নে কর ও সেবা মেলা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। র্ডপ ইভল্ভ প্রকল্পের সহযোগীতায় ইউনিয়ন পরিষদ আয়োজিত এ মেলায় ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ করদাতা ৩ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ২৫০ জনের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় র্ডপ ইভলভ প্রকল্পের মাঠ সহায়ক চুমকী রায়, পরিষদের সচিব মো. সালাউদ্দিন, ইউনিয়ন ট্যাগ অফিসার রিয়াজুল ইসলাম মিয়া, ইউপি সদস্য জাহিদুল ইসলাম লিটন, ফরিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই প্রকল্পের সহযোগীতায় বারইখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত কর ও সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন। এ ইউনিয়নেও ৩ জন শ্রেষ্ট করদাতাকে পুরষ্কৃত করা হয়।

প্যানেল চেয়ারম্যান মো. গাউছুল হক, জামায়াত নেতা মুহিব্বুল্লাহ রফিক, প্রধান শিক্ষক অর্চনা রানী, ইউপি সচিব শুভাশীষ মল্লিক, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, হালিমা বেগম ও র্ডপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুহা. আবু তাহের উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর