সর্বশেষ :
ফুলে ফুলে ভরে উঠল জাতীয় স্মৃতিসৌধ, বীর শহীদদের শ্রদ্ধায় মানুষের ঢল নিরাপত্তা শঙ্কায় ভোটের মাঠ ছাড়লেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের বিশ্বরেকর্ড বাংলাদেশের বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম তেজগাঁওয়ের আকাশে নজরকাড়া এয়ার শো পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা  বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান

প্রতিনিধি: / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী মেধাবী শিক্ষার্থীদের চতুর্থ তম এককালীন বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।

এদিন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির  মোট ৩৬জন শিক্ষার্থীকে মোট ৫২হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে। একই সাথে এসব শিক্ষার্থীকে ক্রেষ্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়। এছাড়াও চার শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।

অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিৎ কুমার হালদালের সভাপতিত্ব এতে সম্মানিত অতিথি ছিলেন মরহুম সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চীফ ইলেকশন কমিশনার) ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মীর রফিকুলইসলাম বিল্লু, এএলএম বদিউজ্জামান, সৈয়দ মারুফ হোসেন মাহফুজ, সৈয়দ হারুন অর রশিদ হিরু, মল্লিক ইদ্রিস আলী, সৈয়দ মাসুদ হোসেন, মো. কাজী শাহানশাহ্ মিথুন।

আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ জানান, শিক্ষার্থীদের লেখা-পড়ার আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর