বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীক্ষায় অতিরিক্ত ফি ধার্য করায় মোরেলগঞ্জে মাদ্রাসায় বিক্ষোভ 

প্রতিনিধি: / ১৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ফাজিল(বিএ) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অতিরিক্ত ফি ধার্য করার অভিযোগে মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। সোমবার বেলা ১০ টার দিকে গুলিশাখালী ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসা চত্বর ও পার্শ্ববর্তী সড়কে বিক্ষোভ মিছিল করেন।
মাদরাসার শিক্ষার্থীদের কাছে টেস্ট পরীক্ষার ফিসহ এককালীন ৩ হাজার টাকা দাবি, শ্রেণিকক্ষে  মেয়েদের হাত দিয়ে মারধর, মেয়েদের ওয়াসরুম না থাকা, অনিয়মের বিষয়ে কোন ছাত্র প্রতিবাদ করলে তাকে টিসি দেওয়ার হুমকি, অনিয়মের প্রতিবাদ করায় চতুর্থ শ্রেণির কর্মচারি কর্তৃক শিক্ষার্থীদের মারপিট করানোর প্রতিবাদে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কয়েকজন প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদেরকে অনুরোধ করে সড়ক অবরোধ প্রত্যাহার করান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা, সেনাবাহিনীর একটি দল ও থানা পুলিশের প্রতিনিধিরা বিষয়টি সমাধানের জন্য বেলা ২ টার দিকে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ও অন্যান্য শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেন।


এই বিভাগের আরো খবর