সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিরাজ বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার ইচ্ছে পোষণ করলেন

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হলেও মেহেদী হাসান মিরাজকে এখন পুরোদস্তুর অলরাউন্ডার বলা যায়। কেউ কেউ মনে করেন, সাকিব আল হাসানকেও ছাপিয়ে গেছেন তিনি। স্বভাবতই আসে বিশ্বসেরা অলরাউন্ডারের আলোচনাও। কঠোর পরিশ্রমে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা মিরাজ অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার জন্য করতে চান আরও কঠোর অধ্যবসায়। সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ। ফর্মও আগের মতো নেই। হয়ত নানা দুশ্চিন্তা-দুঃসময়ও গ্রাস করে রেখেছে। র‌্যাংকিংয়েও আগের মতো দাপট নেই। তবে এই কঠিন সময়ে ত্রাতা হয়ে এসেছেন মিরাজ। ব্যাটে-বলে যখনই পারছেন দলকে দিচ্ছেন অভয়। পাকিস্তানের মাটিতে দল সিরিজও জেতালেন। ঐতিহাসিক সেই জয়ের পর অলরাউন্ডার হিসেবে মিরাজকে নিয়ে আলোড়ন পড়ে গেছে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘দলে দুজন অলরাউন্ডার থাকলে দল অনেক সুবিধা পায়। ব্যাটিং ভালো হচ্ছে। প্রথমে দল এত ব্যাটিং পায়নি, বোলার হিসেবেই খেলেছি। এখন অবদান রাখতে পেরে ভালো লাগছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। ১-২ বছরে সম্ভব না। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। যেভাবে চলছে, দীর্ঘদিন ধরে রাখলে ইনশাআল্লাহ (বিশ্বসেরা) অলরাউন্ডার হতে পারব।’

 


এই বিভাগের আরো খবর