সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রিজওয়ানের আবেগঘন স্ট্যাটাস বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

স্পোর্টস: ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। এসব এলাকার বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের। বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য আহŸান জানিয়ে বাংলা ভাষায় লিখেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’ চলমান রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের উইকেটকিপারের ভ‚মিকায় মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। চতুর্থ দিনের খেলা শেষে রিজওয়ান তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশের বন্যাকবলিত মানুষের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’

 


এই বিভাগের আরো খবর