সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্মিথ অবশেষে মুখ খুললেন, খেলতে চান অলিম্পিক

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

স্পোর্টস: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি। ডেভিড ওয়ার্নারের অবসরের পর টেস্টে ওপেনিংয়ে এখনো ভালো কিছু করতে পারেননি। সবমিলিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে অজি তারকার অবসর নিয়ে। অবসর নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন স্মিথ। এই তারকা জানিয়েছেন, অবসরের কোন চিন্তা নেই তার। ভবিষ্যত নিয়েও আশাবাদী এই তারকা ব্যাটার। নজর দিচ্ছেন ভারতের বিপক্ষে সিরিজে। স্মিথ বলেন, ‘‘আমার কোন পরিকল্পনা(অবসরের) নেই। আমি এই মুহুর্তে খেলাকে উপভোগ করছি। সামনে ভারত সিরিজ রয়েছে, সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে। টেস্টের দুইটা সেরা দল মুখোমুখি হবে। আমি এটা নিয়ে রোমাঞ্চিত।’’ দশ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিততে চান স্মিথ। তিনি বলেন, ‘‘শেষ কয়েক বার ভারত দারুণ খেলেছে। তারা ভালো ক্রিকেট খেলেছে। আশা করি আমরা ফল নিজেদের পক্ষে রাখতে পারব। দশ বছর হয়ে গেছে আমরা বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতি না, তাই এবার জিততে হবে।’’ ওয়ার্নারের অবসরের পর থেকে ওপেনিং ব্যাটিং করছেন স্মিথ। তবে সেভাবে জ¦লে উঠতে পারেননি। ওপেনিংয়ে চার টেস্টে ২৮.৫০ গড় নিয়ে ১৭১ রান করা এই ব্যাটার ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, ‘‘আমি যেকোন জায়গায় ব্যাটিং করতে রাজি। চারে ব্যাট করলে প্রথম দুই বলের পরেও নামা লাগতে পারে। কয়েকবারই আমি প্রথম দিকে ব্যাটিং করেছি এবং নতুন বল সামলেছি। আমার কাছে এটা শুধুই সংখ্যা।’’ এর বাইরে টি-টোয়েন্টিতেও ফিরতে চান স্টিভ স্মিথ। স¤প্রতি সিডনি সিক্সার্সের সাথে তিন বছরের চুক্তি করা এই তারকা খেলতে চান ২০২৮ অলিম্পিকেও। অলিম্পিক নিয়ে স্মিথ বলেন, ‘‘আমি আরো চার বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারি। এটা এমন ফরম্যাট যেখানে আমি নিজেকে অন্য ফরম্যাটের চেয়ে বেশি সময় দেখতে পারি, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিতে। এখানে তিন বছরের চুক্তি করেছি। এরপর আর এক বছর আছে, অলিম্পিকে খেলতে পারাটা দারুণ হবে।’’


এই বিভাগের আরো খবর